ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দুদকের মামলায় কর্ণফুলী গ্যাসের জিএমসহ ২ কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ১০ জুন ২০২১  
দুদকের মামলায় কর্ণফুলী গ্যাসের জিএমসহ ২ কর্মকর্তা কারাগারে

দুর্নীতির দায়ে দুদকের দায়ের করা মামলায় চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির একজন জিএমসহ দুই কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা ওই দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে হাজির করেন। আদালত তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন। 

অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন— কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সারওয়ার হোসেন ও সাবেক কর্মকর্তা মুজিবুর রহমান। 

চট্টগ্রাম মহানগর জজ আদালতের পরিদর্শক (প্রসিকিউশন) ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ অনুসন্ধান শেষে চট্টগ্রামস্থ দুদক সম্মিলিত কার্যালয়-১ এর সহকারী পরিচালক শরীফ উদ্দীন বাদি হয়ে কর্ণফুলী গ্যাসের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন।

রেজাউল করিম/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়