ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনায় মৃত‌্যু: প্রথমবারের মতো ঢাকাকে ছাড়ালো চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ১০ জুন ২০২১   আপডেট: ১৯:৪৬, ১০ জুন ২০২১
করোনায় মৃত‌্যু: প্রথমবারের মতো ঢাকাকে ছাড়ালো চট্টগ্রাম

ফাইল ছবি

গত প্রায় এক বছর ধরে করোনায় প্রতি ২৪ ঘণ্টায় মৃত্যের সংখ্যা সর্বোচ্চ ছিলো ঢাকা বিভাগে। এই সংখ্যা এখন ছাড়িয়ে মৃত্যুর দিক থেকে শীর্ষে উঠে গেছে চট্টগ্রাম বিভাগ। 

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে করোনায় মারা গেছে ১২ জন। এর বিপরীতে ঢাকা বিভাগে মৃত্যুর সংখ্যা ৮ জন। 

বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন পর্যন্ত সর্বমোট মৃত্যুর সংখ্যার দিক থেকে ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে। করোনা শনাক্তের শুরু থেকে অদ‌্যাবধি ঢাকা বিভাগে মৃত্যুর সংখ্যা ৭ হাজার ২৬১ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ হাজার ৪৯৩ জন। 

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে করোনার মৃত্যুর সংখ্যা ঢাকাকে ছাড়িয়ে যাওয়ার তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানান, চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, চাঁদপুর ও কুমিল্লা অঞ্চলে সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০ থেকে ৩২ শতাংশ পর্যন্ত। ফলে এসব এলাকায় মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু ঘটেছে।

এদিকে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগরী ও জেলায় ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১৯ জনের।

রেজাউল করিম/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়