ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তাহিরপুরে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ১০ জুন ২০২১  
তাহিরপুরে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় করোনাভাইরাস বিস্তার রোধে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। 

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবিবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন বাজারের ১০টি রেস্তোরাঁকে পৃথক ১০টি মামলায় মোট পাঁচ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ই জুন) উপজেলার সদর বাজার বাজার, আনোয়ারপুর বাজার এবং বাদাঘাট বাজারের বিভিন্ন রেস্তোরাঁয় স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেসময় করোনাভাইরাসের বিস্তার রোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। 

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এর পরিধি বাড়ানো হবে।

তানভীর আহমেদ/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়