Risingbd Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ২৪ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৯ ১৪২৮ ||  ১৫ সফর ১৪৪৩

শ্রীমঙ্গলে কাঁঠালের জিপ থেকে দুর্লভ বিষাক্ত সাপ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫৭, ১১ জুন ২০২১   আপডেট: ১৯:৩৬, ১৪ জুন ২০২১
শ্রীমঙ্গলে কাঁঠালের জিপ থেকে দুর্লভ বিষাক্ত সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাজারে বিক্রি করতে আনা কাঁঠাল ভর্তি জিপ থেকে দুর্লভ এক বিষাক্ত সাপ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১০ জুন) সকাল সাড়ে ১১টায় একটি কাঁঠাল বহনকারী গাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে সন্ধ্যার দিকে, কমলগঞ্জের লাউয়াছড়া উদ্যানের জানকিছড়ায় সাপটিকে অবমুক্ত করা হয়।

ইংরেজিতে এই সাপের নাম আই ক্যাট স্নেক।

বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ‘শ্রমিকেরা জীপ থেকে কাঁঠাল নামানোর সময় সাপটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে। তাদের মধ্যে কয়েকজন সাপটিকে মেরে ফেলার চেষ্টা করে। একপর্যায়ে স্থানীয়রা আমাদের খবর দিলে সাপটিকে উদ্ধার করে সেবা ফাউন্ডেশনে আনা হয়। এই সাপটির চোখ তার শরীরের অংশ থেকে কিছুটা উঁচু থাকে। এর দৈর্ঘ্য প্রায় ৬০ বা ৭০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা
হয়।’

তিনি জানান, সাপটির বিষয়ে জানতে এর ছবি কয়েকজন প্রাণি বিশেষজ্ঞের কাছে পাঠানো হলে তারা এটিকে বিপন্ন ও মৃদু বিষধর ‘আই ক্যাট স্নেক’ বলে শনাক্ত করেন।

বাংলাদেশ স্নেক এন্টি ভেনম রিসার্স সেন্টারের সহকারী গবেষক বোরহান বিশ্বাস রমন বলেন, ‘সাপটি দুর্লভ প্রজাতির। বাংলাদেশে যে সাপের তালিকা আছে, সেটিতে এর নাম রয়েছে। বাংলায় একে ‘বড়চোখ ফণিমনসা’ নামে ডাকা হয়। ইংরেজি নাম ‘আইড ক্যাট স্নেক’। বাংলাদেশের সিলেটের পাহাড়ি অঞ্চল এবং পার্বত্য চট্টগ্রামের বনে এ সাপটি পাওয়া যায়। এর বৈজ্ঞানিক নাম Boiga siamensis.’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে মোট ‘ক্যাট স্নেক’ এর চারটি প্রজাতি পাওয়া যায়। এর মধ্যে এটি একটি। সাপটি মৃদু বিষধর। তবে মানুষকে মেরে ফেলার মতো বিষধর নয়।’

সাইফুল্লাহ/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়