ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টঙ্গীর ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ১১ জুন ২০২১   আপডেট: ১০:৪২, ১১ জুন ২০২১
টঙ্গীর ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গীতে ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (১১ জুন) ভোর সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো ডাম্পিংয়ের কাজ চলছে।

বিষয়টি টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান নিশ্চিত করেছেন।

ঝুট ব্যবসায়ী সবুজ জানান, গতকাল (১০ জুন) রাত ৯টার দিকে হঠাৎ করে তার ঝুট গুদামে আগুন লেগে যায়।  মুহূর্তেই তা পাশের ৪টি গুদামসহ আরও তিনটি গুদামে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, দিন মজুরদের সিগারেটের আগুন কিংবা কয়েল থেকে গুদামে আগুন লেগেছে। আগুনে গুদামে থাকা সব মালামাল পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।

ইকবাল হাসান জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি, উত্তরার ৩টি ও ঢাকা জোন-৩ এর একটিসহ মোট ৭টি ইউনিট প্রায় ৭ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ এই আগুনে একটি গুদামের শেড ধসে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও গুদামের ভেতরে এখনও আগুনের শিখা জ্বলছে। সেখান থেকে মাঝেমধ্যেই আগুন জ্বলে উঠছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে, আগুন নেভাতে গিয়ে অন্তত তিনজন আহত হয়েছেন। তাদেরকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

আরও পড়ুন: টঙ্গীতে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন

রফিক/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়