ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নোয়াখালীতে করোনায় নতুন শনাক্ত ৯৬

নোয়াখালী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ১১ জুন ২০২১  
নোয়াখালীতে করোনায় নতুন শনাক্ত ৯৬

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আরও ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৪৭৩ জন।

শুক্রবার (১০ জুন)  বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৪০৩টি নমুনা পরীক্ষায় ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরের ৫৪ জন, সুবর্ণচরের একজন, বেগমগঞ্জের ২০ জন, সোনাইমুড়ীর পাঁচজন, চাটখিলের একজন, সেনবাগের চারজন, হাতিয়ার একজন, কোম্পানীগঞ্জের চারজন ও কবিরহাট উপজেলার ছয়জন রয়েছেন।

এ নিয়ে নোয়াখালীতে করোনায় আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৯ হাজার ৪৭৩ জন। যার মধ্যে সদরের ৩ হাজার ৪৬১ জন আর বিভিন্ন উপজেলার ৬ হাজার ১২ জন।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় কোনো মৃত্যু হয়নি। নোয়াখালীতে করোনায় মোট মৃত্যু হয়েছে ১২৫ জনের। যার মধ্যে সদরের ২৩ জন আর বিভিন্ন উপজেলার ১০২ জন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১০ জুন) জেলা প্রশাসন করোনা সংক্রমণ প্রতিরোধে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে চলমান লকডাউনের সময়সীমা আরও সাতদিন বাড়িয়ে ১৮ জুন পর্যন্ত করেছে। 

সুজন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়