ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মাদারীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১ 

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ১১ জুন ২০২১   আপডেট: ২০:৪৬, ১১ জুন ২০২১
মাদারীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১ 

মাদারীপুরের সদর উপজেলার ডিগ্রিরচর গ্রামে শুক্রবার (১১ জুন) দুপুরে চোর সন্দেহে গণপিটুনিতে মোহাম্মদ আহাত (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি যশোরের ইচাহাক মিয়ার ছেলে। 

মাদারীপুর পুলিশের এএসপি (সদর সার্কেল) এহসানুল হক ভুইয়া বলেন, গণপিটুনিতে একজন মারা গেছে। তবে কী কারণে তাকে গণপিটুনি দেওয়া হয়েছে, পুলিশ সেটার তদন্ত শুরু করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ডিগ্রিরচর গ্রামের রেজাউল হাওলাদারের ভ্যানের গ্যারেজের তালা ভাঙার সময় স্থানীয়রা আহাতকে ধরে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় দুই ব্যক্তি মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে পালিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এএসপি এহসানুল হক ভুইয়া বলেন, নিহতের ঘটনায় যারা দোষী,  তাদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। তবে নিহতের স্বজনরা সন্ধ্যা পর্যন্ত পুলিশে অভিযোগ করেনি। 
 

বেলাল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়