ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুষ্টিয়ায় তৃতীয় দিনের মতো চলছে কঠোর নির্দেশনা

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ১৪ জুন ২০২১  
কুষ্টিয়ায় তৃতীয় দিনের মতো চলছে কঠোর নির্দেশনা

করোনা সংক্রামণ রোধে স্বাস্থ্যবিধিসহ জেলা প্রশাসনের বেধে দেওয়া ৭ দিনের কঠোর বিধি নিষেধের আজ (১৪ জুন) তৃতীয় দিন। গত দু’দিনের মতোই ঢিলেঢালা ভাবেই চলছে নিষেধাজ্ঞা। শহরের বিভিন্ন শপিংমল, দোকানপাট বন্ধ থাকলেও যানবাহন চলাচলে তেমন নিষেধাজ্ঞা মানছেন না সাধারন মানুষ। 

পৌর এলাকার রাস্তায় ও বাজারে মানুষের উপচে পড়া ভিড়ের পাশাপাশি সকল প্রকার যানবাহন চলছে আগের মতোই। নাম মাত্র কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে মাঠে কাজ করছে প্রশাসন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১৯৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ৭১জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। করোনায় মারা গিয়েছেন ১জন। গত ৭দিনে জেলায় নতুন করে ৪৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৬৬৭ জন।

উল্লেখ্য, করোনা সংক্রামন অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় কুষ্টিয়ার পৌরসভা এলাকায় শুক্রবার মধ্যরাত থেকে ১৮ জুন মধ্যরাত পর্যন্ত ৭দিনের কঠোর বিধি-নিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন।

কাঞ্চন/মেয়া

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়