ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

বান্দরবানের দুর্গম পাড়ায় ডায়রিয়ার প্রকোপ, মৃত্যু ৬

বান্দরবান প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৪, ১৪ জুন ২০২১   আপডেট: ২০:৪৮, ১৪ জুন ২০২১
বান্দরবানের দুর্গম পাড়ায় ডায়রিয়ার প্রকোপ, মৃত্যু ৬

বান্দরবানের থানচি উপজেলার পর এবার আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের নয়টি পাড়ায় গত চার দিনে ডায়রিয়ায় ছয় জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে শতাধিক। 

আক্রান্তদের চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে মেডিকেল টিম পাঠানো হয়েছে।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু জানান, আলীকদম-থানচি সীমান্ত এলাকার কয়েকটি পাহাড়ি পাড়ার লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। ছয় জন মারা গেছে। সোমবার (১৪ জুন) দুটি মেডিকেল টিম সেখানে পৌঁছেছে। আরও দুটি টিম প্রয়োজনীয় ওষুধ নিয়ে যাবে। 

আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সিভিল সার্জন। তিনি বলেন, সেনাবাহিনী, বিজিবি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে করে আরও মেডিকেল টিম পাঠানো হবে।

আলীকদমের কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতং ম্রো জানান, বর্তমানে অনেকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। ইউনিয়নের মেনরুম পাড়া, সোনাবি পাড়া, কচ্চপ ঝিরি, আলিস্বা মনি পাড়া, রুইথন পাড়া, তংলেইং পাড়া, মেনলিউ পাড়া, মাংরুম পাড়া, আমেন পাড়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। 

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. শাহারিয়া আলম জানান, বর্তমানে করুকপাতা ইউনিয়নের পাঁচজন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি আছেন। 

ডায়রিয়ার প্রকোপ বাড়ার কারণ হিসেবে তিনি বলেন, বান্দরবানের থানচি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রুমাসহ বিভিন্ন উপজেলার পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র পানির সংকট রয়েছে। এ কারণে ঝিরি ও ঝর্ণার পানি পান করতে হয় স্থানীয়দের। এর ফলে তারা ডায়রিয়া, পেটের পীড়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। 

এনজিও কর্মী ও করুকপাতা ইউনিয়নের বাসিন্দা সাকনাও বলেন, গত শুক্রবার (১১ জুন) থেকে সোমবার (১৪ জুন) পর্যন্ত মেনকিউ পাড়া, মারুম পাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। বিভিন্ন পাড়ায় ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে।

গত ১৫ মে থানচি উপজেলার মিয়ানমার সীমান্তের পাতওয়া ম্রো পাড়ার ১৬ পরিবারের মধ্যে ৯-১০ পরিবারের সকল সদস্য ডায়রিয়ায় আক্রান্ত হয়। পরে সেখানে মেডিকেল টিম পাঠানো হয়। এরপর পরিস্থিতির উন্নতি হয়। 

বাসু/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়