ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাগেরহাট মাজারের দিঘীর কুমির ‘মাদ্রাজ’ অসুস্থ

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৩, ১৪ জুন ২০২১  
বাগেরহাট মাজারের দিঘীর কুমির ‘মাদ্রাজ’ অসুস্থ

বাগেরহাটে ঐতিহ্যবাহী মাজার সংলগ্ন দিঘীর পুরুষ কুমির ‘মাদ্রাজ’ অসুস্থ হয়ে পড়েছে। খাবারও খাচ্ছে না।

শনিবার (১২ জুন) সকাল থেকে এই অবস্থা হলেও সোমবার (১৪ জুন) দুপুরে বিষয়টি জানাজানি হয়।

কুমিরের অসুস্থতার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাগেরহাট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. লুৎফার রহমান। 

দিঘীর পাশে বাড়ি বিনা বেগমের। তিনি বলেন, ‘দিঘীতে থাকা দুটি কুমির প্রায়ই আমার ঘাটে আসে। শুক্রবার রাতে পুরুষ কুমির ‘মাদ্রাজ’ আমার ঘাটে আসে। অন্যান্য সময় খাবার দিলে সঙ্গে সঙ্গে খেত। কিন্তু শনিবার সকাল থেকে খাবার দিচ্ছি কিন্তু খায় না। একবারের জন্যও চোখ মেলছে না মাদ্রাজ। মনে হয়েছে ও অসুস্থ হয়ে পড়ছে।’ 

বাগেরহাট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান বলেন, ‘জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে খবর পেয়ে আমি মাজারে এসেছি। দিঘীর দুটো কুমিরই আমি দেখেছি। ‘পিলপিল’ নামের কুমিরটি সুস্থ রয়েছে। কিন্তু ‘মাদ্রাজ’ নামের কুমিরটি অসুস্থ। আমি মাজার কর্তৃপক্ষকে জানিয়েছি মাদ্রাজকে চিকিৎসা দিতে হলে কুমিরটিকে ওপরে ওঠাতে হবে। তাকে কন্ট্রোল করে তবেই তার চিকিৎসা শুরু করা যাবে। রোগ নির্ণয় করে যথাযথ চিকিৎসা করতে পারলে আশাকরি সে আবারও সুস্থ হয়ে যাবে।’

টুটুল/সনি

আরো পড়ুন  



সর্বশেষ