ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রামেকের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ১৫ জুন ২০২১   আপডেট: ১১:১০, ১৫ জুন ২০২১
রামেকের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে নতুন করে ১২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৫ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা যান।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত ১২ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৭ জন, রাজশাহীর ৩ জন, নাটোরের ১ জন এবং নওগাঁর ১ জন রয়েছেন। মৃতদের মধ্যে ৮ জন রোগী করোনা পজিটিভ ছিলেন, ৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। আর ১ জনের করোনা নেগেটিভ ছিলো। তিনি শ্বাসকষ্টে মারা গেছেন।  

মঙ্গলবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩২৫ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৮ জন। হাসপাতালের করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ২৭১টি।

রাজশাহী/তানজিমুল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়