ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নাটোরে লকডাউনের শেষ দিন আজ

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ১৫ জুন ২০২১  
নাটোরে লকডাউনের শেষ দিন আজ

নাটোরে জেলা প্রশাসন ঘোষিত ৭ দিনের বিশেষ লকডাউনের আজ শেষ দিন চলছে।

কঠোর বিধিনিষেধ আরোপ করেও জেলায় থামানো যায়নি করোনা সংক্রমনের উর্ধ্বগতি। প্রতিনিয়তই বাড়ছে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা। অন্যদিকে কঠোর লকডাউনে নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগ চরমে উঠেছে। কাজের সন্ধানে বা অপ্রয়োজনে তারা বেরিয়ে আসছেন রাস্তা ও হাট বাজারে।  

স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ বাড়ছে বলে দাবী স্বাস্থ্য বিভাগের।

জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪ জন মারা গেছেন। এদের মধ্যে মর্জিনা (৫০) ও দেলোয়ার (৪৮) নামে দুই জন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে, আহম্মদ আলী (৬০) নামে একজন নাটোর সদর হাসপাতালে ও মোসলেম উদ্দিন নামে অপর একজন বড়াইগ্রামে মারা যান। এনিয়ে জেলায় করোনায় ৩৮ জন মারা গেলেন।  

নাটোর সিভিল সার্জন কাজী ডা মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৭১ জনের নমুনা পরীক্ষার পর নতুন করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার আগের দিনের তুলনায় ১৯ শতাংশ বেড়ে হয়েছে ৬০ শতাংশ। করোনায় জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২৩২৬ জন।

জানা যায়, করোনা পরিস্থিতি নিয়ে আজ জেলা করোনা প্রতিরোধ কমিটির বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত জানাবেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।

আরিফুল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়