ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

খুলনা বিভাগে সর্বোচ্চ মৃত্যু ১৩ ও শনাক্ত ৮০০

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ১৫ জুন ২০২১  
খুলনা বিভাগে সর্বোচ্চ মৃত্যু ১৩ ও শনাক্ত ৮০০

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু এবং শনাক্ত হয়েছে। এই সময়ে ১৩ জনের মৃত্যু হয় এবং নতুন করে ৮০০ জনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়।

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ সব তথ্য জানান।

আগেরদিন সোমবার (১৪ জুন) বিভাগে করোনায় ৭ জনের মৃত্যু ও ৬১৪ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। রোববার (১৩ জুন) ৮ জনের মৃত্যু ও ৬০৬ জন শনাক্ত; শনিবার (১২ জুন) ১০ জনের মৃত্যু ও ৩১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল) খুলনা জেলায় দুইজন, সাতক্ষীরায় তিনজন, কুষ্টিয়ায় তিনজন, ঝিনাইদহে দুইজন, যশোরে দুইজন ও বাগেরহাট জেলায় একজন করোনায় মারা গেছে।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার (১৫ জুন) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৪১ হাজার ২৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৯ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ হাজার ৩৯১ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগে শনাক্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে। খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৬৬ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত ১১ হাজার ৮২০ জন। মারা গেছে ১৯৬ জন এবং সুস্থ হয়েছে ৯ হাজার ৭৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে করোনা শনাক্ত হয়েছে ৫৩ জনের, সাতক্ষীরায় ৯১ জনের, যশোরে ২৪৯ জনের, ঝিনাইদহে ৩৪ জনের, মাগুরায় ১০ জনের, নড়াইলে ৩৩ জনের, কুষ্টিয়ায় ৯১ জনের, চুয়াডাঙ্গায় ৫০ জনের।

শনাক্তের দিক দিয়ে সর্বনিম্ন মেহেরপুর জেলায়। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে শনাক্ত হয়েছে ২৩ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত ১ হাজার ২০৭ জন। মারা গেছে ২৭ জন এবং সুস্থ হয়েছে ৯১০ জন। 

নূরুজ্জামান/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়