Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৫ আগস্ট ২০২১ ||  শ্রাবণ ২১ ১৪২৮ ||  ২৪ জিলহজ ১৪৪২

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ১ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ১৫ জুন ২০২১  
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ১ 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রতিপক্ষের হামলায় জায়েদ প্রকাশ জিয়া পাগলা (৩৮) নিহত হয়েছে। 

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে উপজেলার সিঙ্গারবিল গ্রামে দুইপক্ষের সংঘর্ষ হলে জায়েদ আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেলে মৃত্যু ঘোষণা করেন। 

জায়েদ ময়মনসিংহ জেলার বাসিন্দা। তিনি স্থানীয় ইব্রাহীমের বাড়িতে প্রায় ১০ বছর ধরে ছিলেন। তবে ময়মনসিংহের কোথায় বাড়ি তা বলতে না পারায় জায়েদ ভবঘুরে জীবনযাবন করছিলেন। 

সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, স্থানীয় সাদ্দাম, মালু গ্রুপ ও ইব্রাহীমের গ্রুপের মধ্যে সংঘর্ষে ইব্রাহীমের বাড়িতে থাকা কাজের লোকের মৃত্যু হয়েছে। পুলিশ তদন্ত শুরু করছে। 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন সতত্যা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। কোনোপক্ষ অভিযোগ দায়ের করেননি। হত্যার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 
 

রুবেল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়