ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাগেরহাটে সংক্রমণ কমেছে : সিভিল সার্জন

বাগেরহাট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৪, ১৫ জুন ২০২১   আপডেট: ১৯:৫৭, ১৫ জুন ২০২১
বাগেরহাটে সংক্রমণ কমেছে : সিভিল সার্জন

বাগেরহাটে করোনাভাইরাসে সংক্রমণ কমেছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির। আজ মঙ্গলবার (১৫ জুন) দুপুরে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষার বিবেচনায় সংক্রমণের হার ছিল ৩৮.৯৭ শতাংশ। গত কয়েকদিনের তুলনায় শনাক্তের হার অপেক্ষাকৃত কমেছে।

জেলা সিভিল সার্জন অফিস জানায়, বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল) নতুন করে ১৩৬ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এই সময়ে মারা গেছে একজন। 

জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৬২ জন। মারা গেছেন ৫৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬১৫ জন। 

সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বিভিন্নভাবে নমুনা পরীক্ষার পরিমাণ বাড়ানো হয়েছে। যাতে নীরব সংক্রমণ বন্ধ হয়। এছাড়াও ঝুকিপূর্ণ উপজেলা মোংলা ও মোরেলগঞ্জের ওপর বিশেষ খেয়াল রয়েছে। মোংলায় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ চলছে। যার ফলে সেখানে সংক্রমণের হার কিছুটা কমেছে। 

ধীরে ধীরে জেলায় সংক্রমণের হার কমবে বলে আশা প্রকাশ করেন সিভিল সার্জন। 
 

টুটুল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়