Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৫ আগস্ট ২০২১ ||  শ্রাবণ ২১ ১৪২৮ ||  ২৪ জিলহজ ১৪৪২

কলেজের অনার্সের শিক্ষকদের বেতন দেওয়ার নির্দেশ

গাজীপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ১৫ জুন ২০২১  
কলেজের অনার্সের শিক্ষকদের বেতন দেওয়ার নির্দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি অনার্স কলেজে কর্মরত নন-এমপিও শিক্ষকদের বেতন দিতে কলেজ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষকদের বেতন না দেওয়া হলে সংশ্লিষ্ট কলেজের অধিভুক্তি বাতিল করা হবে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে গত ১৩ জুন এ সংক্রান্ত নির্দেশনা কলেজে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) সন্ধ্যায় পৌনে ৭টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনার্স অধিভুক্তি দেওয়ার আগে ওই কোর্সের নিয়োগকরা শিক্ষকদের বিষয়ে কলেজের দেওয়ার অঙ্গীকারনামা অনুযায়ী তাদের বেতন-ভাতাদি নিয়মিতভাবে দিতে হবে। ওই নির্দেশনা পালন করা না হলে সংশ্লিষ্ট বিষয়ে অধিভুক্তি বাতিল করা হবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 
 

রেজাউল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়