ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জের ২ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান 

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ১৫ জুন ২০২১  
চাঁপাইনবাবগঞ্জের ২ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি করে মোট ছয়টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির অ্যালামনাই অ্যাসোসিয়েশন। করোনা রোগীর চিকিৎসার জন্য অক্সিজেন খুব প্রয়োজন। 

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষের কাছে তিনটি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন সমিতির আজীবন সদস্য সাংবাদিক সাজিদ তৌহিদ এবং শিক্ষক মোস্তাক হোসেন। 

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে ডা. নুসরাত শারমিন, সিনিয়র স্টাফ নার্স (ইনডোর ইনচার্জ) লাইলী বেগম, স্টোরকিপার আশরাফুল ইসলাম, পরিসংখ্যাবিদ মেসবাহুল হক ও সাংবাদিক আল-মামুন বিশ্বাস উপস্থিত ছিলেন।

অন্যদিকে, মঙ্গলবার বিকেল ৪টায় নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তৌফিক আহমদ ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. বারিউল ইসলামের হাতে অক্সিজেন সিলিন্ডারগুলো তুলে দেন সাংবাদিক সাজিদ তৌহিদ এবং শিক্ষক মোস্তাক হোসেন। 
 

শিয়াম/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়