ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ইউপি নির্বাচনে মহরা দেওয়ার সময় অস্ত্রসহ আটক ১

বরগুনা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৬, ১৮ জুন ২০২১   আপডেট: ০৯:১৮, ১৮ জুন ২০২১
ইউপি নির্বাচনে মহরা দেওয়ার সময় অস্ত্রসহ আটক ১

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অস্ত্র নিয়ে মহরা দেওয়ার সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আজিম হোসেনকে (৪৫) অস্থসহ আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুন) রাত ৮টার দিকে বরগুনার‌ পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার (১৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল তোফায়েল আহমেদ সরকার।

আজিম হোসেন (৪৫) উপজেলার কাকচিড়া ইউনিয়নের আলতাফ হোসেনের ছেলে। আজীম কাকচিড়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কার কর্মী।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে আজীম শটগান নিয়ে নৌকার প্রার্থীর জনসভার পাশে ঘোরাঘুরি করছিলেন। তিনি নৌকার প্রার্থীর জনসভায় সহিংসতা ঘটানোর জন্য অস্ত্রসহ ঘোরাঘুরি করতে পারে বলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় একটি শটগান ও ৫ পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়।

যেহেতু নির্বাচন চলাকালীন অস্ত্রের প্রদর্শনী সম্পূর্ণ নিষিদ্ধ। একারণে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

কাশেম/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়