ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জয়পুরহাটে নতুন ৯৪ করোনা রোগী শনাক্ত

জয়পুরহাট সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ১৮ জুন ২০২১  
জয়পুরহাটে নতুন ৯৪ করোনা রোগী শনাক্ত

জয়পুরহাটে একদিনে ৯৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্তের হার শতকরা ২৫ দশমিক ১৩ শতাংশ।

এ নিয়ে জেলায় গত ২৬ দিনে করোনায় আক্রান্তের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৯১ জনে এবং মৃত্যু হয়েছে ৫ জনের।

শুক্রবার (১৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী।

সিভিল সার্জন জানান, করোনায় আক্রান্ত হয়ে জয়পুরহাটে ১০৯১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ও কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় এ জেলায়  ৩৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৯৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার শতকরা ২৫ দশমিক ১৩ শতাংশ।

জয়পুরহাট জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম জানান, জয়পুরহাট জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এরই মধ্যে বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত খাবার ও ওষধের দোকান বাদে সকল দোকান-পাঠ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতকরণ এবং সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। জেলায় হাসপাতাল ক্লিনিক যা আছে তাতে করোনা চিকিৎসাতে পর্যাপ্ত ব্যবস্থা নেই। তাই আইন না মেনে চললে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শামীম/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়