ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কুষ্টিয়ায় বিধিনিষেধের মেয়াদ বাড়লো

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ১৯ জুন ২০২১   আপডেট: ১৬:৩৫, ১৯ জুন ২০২১
কুষ্টিয়ায় বিধিনিষেধের মেয়াদ বাড়লো

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি অব্যাহত থাকায় কুষ্টিয়া পৌরসভা এলাকায় চলমান বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

শুক্রবার (১৮ জুন) রাতে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন।

জেলা প্রশাসক জানান, শুক্রবার (১৮ জুন) রাত ১২টা থেকে আগামি ২৫ জুন রাত ১২টা পর্যন্ত এই কঠোর বিধিনিষেধ বলবৎ থাকবে।  

চলমান লকডাউন ১৮ জুন মধ্যরাত পর্যন্ত চলার কথা ছিল। তার একদিন আগেই জেলা করোনা প্রতিরোধ কমিটির সুপারিশ আমলে নিয়ে কঠোর বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।

এদিকে কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করে ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে।  নমুনা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ২৩ শতাংশ।

নতুন শনাক্ত ১১২ জনের মধ্যে রয়েছেন কুষ্টিয়া সদরের ৭৫ জন, দৌলতপুরের ৫ জন, কুমারখালীর ১৬ জন, ভেড়ামারার ৮ জন, মিরপুরের ৪ জন ও খোকসার ৪ জন।

কাঞ্চন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়