ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে বর্ণিল ফল উৎসব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৯, ১৯ জুন ২০২১   আপডেট: ২১:২৪, ১৯ জুন ২০২১

‘এসো মিলে ফল খাই, আনন্দ-উৎসবে মন রাঙ্গাই’— প্রতিপাদ্যে চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফল উৎসব হয়েছে।

শনিবার (১৯ জুন) বিকেলে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ী রীমা কমিউনিটি সেন্টারে আয়োজিত উৎসবে সংগঠনের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য সাইমুল আল মুরাদের সঞ্চালনায় মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, সফিক আহমেদ সাজিব প্রমুখ।

প্রধান অতিথি সৈয়দ নজরুল ইসলাম বলেন, দেশে যত ধরনের ফল হয়, এর এক চমৎকার সমাহার আজকের এই আয়োজন। ফল উৎসবের মাধ্যমে দেশীয় ঐতিহ্য ধরে রাখার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি। পরে ফিতা কেটে ফল উৎসবের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।

ফল উৎসবে ছিল বিভিন্ন প্রজাতির আম, জাম, কলা, লিচু, কাঁঠাল, জামরুল, পেয়ারা, আমলকি, পাইন্যাগুলা, আমড়া, করমচা, লটকন, গাব, অড়বরই, আঁশফল, কাউফল, বেতফল, রাম্বুটান, ড্রাগন ফল ইত্যাদি। রাত ৯টা পর্যন্ত উৎসব চলে। সেখানে উপস্থিত পাঁচ শতাধিক অতিথি বিভিন্ন ফলের স্বাদ নেন।

রেজাউল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়