ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২২, ২০ জুন ২০২১   আপডেট: ১০:২৯, ২০ জুন ২০২১
রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু

রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ জুন) সকাল ৮টা থেকে রোববার (২০ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা যান।

রোববার (২০ জুন) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন। 

হাসপাতাল পরিচালক জানান, মৃত ১০ জনের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। আর নয়জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে রাজশাহীর সাত জন, চাঁপাইনবাবগঞ্জের দুই জন এবং নওগাঁর এক জন রয়েছেন।

এ নিয়ে চলতি মাসের গত ২০ দিনে (১ জুন সকাল ৮টা থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ২০৩ জন।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন। রোববার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৩৭৭ জন। আগের দিন ভর্তি ছিলেন ৩৬৫ জন।

রাজশাহী/তানজিমুল/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়