ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

আজ থেকে রাজবাড়ীতে কঠোর লকডাউন

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৬, ২১ জুন ২০২১   আপডেট: ০৩:৫৩, ২১ জুন ২০২১
আজ থেকে রাজবাড়ীতে কঠোর লকডাউন

সম্প্রতি সময়ে রাজবাড়ীতে করোনা সংক্রমণের হার বেড়ে খুব বেশি যাওয়ার কারণে এক সপ্তাহের জন্য রাজবাড়ী সদর, পাংশা ও গোয়ালন্দ পৌরসভায় লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি।

রবিবার (২০ জুন) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

আজ সোমবার রাত ১২টা থেকে রাজবাড়ী সদর, পাংশা ও গোয়ালন্দ পৌরসভায় কঠোর লকডাউন কার্যকর হবে।

সভায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটোন, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মো. সায়েফ, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, পাংশার মেয়র ওয়াজেদ আলী, গোয়ালন্দ মেয়র মো. নজরুল মন্ডল প্রমুখ।

জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন জানান, গত ১৪ দিনে করোনা আক্রান্তের হার রাজবাড়ী সদরে ৩৬ শতাংশ, পাংশায় ৪০ শতাংশ, কালুখালীতে ৫৩ শতাংশ, বালিয়াকান্দিতে ৭ শতাংশ। সবচেয়ে বেশি শনাক্তের হার গোয়ালন্দে। সেখানে শনাক্তের হার ৮৬ শতাংশ। এদিকে গোয়ালন্দ দেশের রাজধানী ঢাকার সাথে দক্ষিণের ২১ জেলার প্রবেশদ্বার হিসাবে খ্যাত।

এখন পর্যন্ত রাজবাড়ীতে পজিটিভ রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৪৫১ জন। যার মধ্যে রাজবাড়ী সদরে ২ হাজার ৪৮৭ জন, পাংশা উপজেলায় ৯৩৪ জন, কালুখালী উপজেলায় ২৮০ জন, বালিয়াকান্দি উপজেলায় ৩৫১ জন এবং গোয়ালন্দ উপজেলায় ৩৯৯ জন।

সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, ৪ মাসের ব্যবধানে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮-৯ গুণ। রাজবাড়ী সদর হাসপাতালের ২০ শয্যা বিশিষ্ট কোভিড ইউনিটে ভর্তি রয়েছেন ১২ জন এবং পাংশাতে ১ জন। এছাড়া হোম আইসোলশনে চিকিৎসাধীন রয়েছেন ১৯৯ জন।

এখন পর্যন্ত রাজবাড়ীতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন।

সুকান্ত/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়