ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় বাথরুম থেকে কাজের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৩, ২২ জুন ২০২১   আপডেট: ০৮:২৩, ২২ জুন ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় বাথরুম থেকে কাজের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের একটি বাসার বাথরুম থেকে রাহিমা (১২) নামের এক কাজের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ জুন) দিবাগত রাত ১২টায় পশ্চিম পাইকপাড়া বোর্ডিং মাঠের দক্ষিণপাশের তৃতীয় তলার রওশন আলীর বাসায় এ ঘটনা ঘটে।

রাহিমা উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়ায় মায়ের সাথে নানার বাড়িতে থাকতেন। রাহিমা সিলেট জেলার মৃত গোলাপ রব্বানীর মেয়ে। রাহিমা পাইকপাড়ার রওশন আলীর বাড়িতে কাজ করতেন।

নিহত রহিমার মা ময়না বেগম জানায়, পরিবারে অভাব-অনটনের কারণে ১২ বছর বয়সে রাহিমাকে শহরের পাইকপাড়ার রওশন আলীর বাসায় কাজে পাঠিয়ে দেয়। বছরে দুই বার করে রাহিমাকে বাড়িতে আসলেও গত ৬ মাসে তাকে বাড়িতে আসতে দেয়নি রওশন আলীর স্ত্রী। প্রায়ই রাহিমাকে তিনি তুচ্ছ বিষয় নিয়ে মারধোর করতেন।

কয়েকদিন আগে রাহিমাকে মারধোর করায় সে রাগ করে নানুর বাড়িতে মায়ের কাছে চলে আসে। পরে রওশন আলী গিয়ে আবার রাহিমাকে নিয়ে আসেন। পরবর্তীতে সোমবার রাতে তাদের কাছে খবর আসে রাহিমা নাকি বাথরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

রাহিমার মায়ের অভিযোগ, ওই বাসার মালিক রওশন আলীর স্ত্রী রাহিমাকে প্রায়ই মারধোর করতেন৷ এসব করে বলে রাহিমাকে আমরা বাড়িতে নিয়ে আসবো বলে বাসার মালিক রওশন আলীকে জানিয়েছিলাম। এ কারণেই রাহিমাকে খুন করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে বলে তাদের দাবি।

নিহত রাহিমার মামা মোবারক মিয়া রাত আড়াইটায় রাইজিংবিডিকে বলেন, থানায় মামলার অভিযোগ জমা দিয়ে আসছি। রহিমার মৃত্যুর আমরা সুষ্ঠু বিচার চাই।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর বুঝা যাবে হত্যা নাকি আত্মহত্যা।

রুবেল/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়