ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

নারায়ণগঞ্জে লকডাউনের প্রথম দিনে কঠোর প্রশাসন 

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ২২ জুন ২০২১   আপডেট: ১১:২৩, ২২ জুন ২০২১
নারায়ণগঞ্জে লকডাউনের প্রথম দিনে কঠোর প্রশাসন 

নারায়ণগঞ্জে লকডাউনের প্রথম দিন সকাল থেকেই আইনশৃঙ্খলাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। শহরে গণপরিবহন চলাচল ও সবধরনের দোনপাট বন্ধ রয়েছে। 

মঙ্গলবার (২২ জুন) ভোর থেকেই নারায়ণগঞ্জে ভারী বৃষ্টি হচ্ছে। পোশাক কারখানা, ব্যাংকসহ ও ঢাকায় কর্মরত নারায়ণগঞ্জবাসীদের অটোরিকশাতে করে কর্মস্থলে যেতে দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জে প্রবেশের সবকটা পয়েন্টে পুলিশের চেক পোস্ট বসানো হয়েছে। বিশেষ কারণ ছাড়া কোনো যানবাহন শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। জরুরি ছাড়া সব ধরনের দোকানপাট মার্কেট বন্ধ রয়েছে।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানিয়েছেন, নারায়ণগঞ্জে লকডাউন কর্যকর করতে জেলা প্রশাসনের ১৮টি মোবাইল টিম নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যানবাহন চলাচল ও স্বাস্থ্যবিধি মানাসহ লকডাউন বাস্তবায়নে তদারকি করা হচ্ছে। নারায়ণগঞ্জে প্রবেশদ্বারে পুলিশের ২১টি চেক পোস্ট বসানো হয়েছে।

রাকিব/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়