Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৪ জুলাই ২০২১ ||  শ্রাবণ ৯ ১৪২৮ ||  ১২ জিলহজ ১৪৪২

ময়মনসিংহে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৫১, ২৩ জুন ২০২১   আপডেট: ১১:৫৭, ২৩ জুন ২০২১
ময়মনসিংহে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ জুন) রাত ৮ টার দিকে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের হরিনাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুক্তাগাছা থানার ওসি দুলাল আকন্দ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, উপজেলার ঘোগা ইউনিয়নের চারিপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সেলিম মিয়া (২১), আবুল কাশেমের ছেলে সবুজ মিয়া (২০), লাল মিয়ার ছেলে অন্তর মিয়া (১৯)।

মুক্তাগাছা থানার ওসি দুলাল আকন্দ বলেন, ইট ভাটার তিন শ্রমিক কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে হরিনাতলা এলাকায় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি গাছের চারা বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায় ও গুরুতর আহত হয় দুজন। আহতদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে স্থানান্তর করেন। সেখানে নেয়ার পথে অপরজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ঘাতক ট্রাকটি চালকসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

মাহমুদুল হাসান মিলন/নাসিম

সর্বশেষ

পাঠকপ্রিয়