ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঝিনাইদহে করোনায় ৭ জনের মৃত্যু

ঝিনাইদহ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ২৩ জুন ২০২১  
ঝিনাইদহে করোনায় ৭ জনের মৃত্যু

ঝিনাইদহে করোনা সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সাত জন মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে ১১৭ জনের। আক্রান্তের হার ৪০.৭৬ শতাংশ।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, কুষ্টিয়া মেডিক‌্যাল কলেজে ঝিনাইদহের ২২৭টি নমুনা পাঠানো হয়। তার মধ্যে ১১৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। কোভিড হাসপাতালে ৫১ জন ভর্তি ছিলো। তার মধ্যে চারজন চিকিৎসাধীন অবস্থায় গতকাল ও আজ ভোরে মারা গেছেন। হরিণাকুন্ডু ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার রাতে ৩ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৪৭ জন কোভিড হাসপাতালে ভর্তি রয়েছেন।

জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৩৮ জন ও সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮৮ জন ও মোট মৃত্যু হয়েছে ৭৫ জনের।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৭ জন, শৈলকুপাতে ১৬ জন, হরিণাকুন্ডুতে ৮ জন, কালীগঞ্জে ১৪ জন, কোটচাঁদপুরে ২৩ জন ও মহেশপুরে ১৯ জন রয়েছে।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, সাত জনের মরদেহ ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে দাফন করা হবে। 

রাজিব হাসান/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়