ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাগেরহাটে ৭ দিনের লকডাউন 

বাগেরহাট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ২৩ জুন ২০২১   আপডেট: ১৮:০৮, ২৩ জুন ২০২১
বাগেরহাটে ৭ দিনের লকডাউন 

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় লোকসমগম এড়াতে বাগেরহাট জেলায় সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৬টা থেকে শুরু হয়ে এই লকডাউন ৩০ জুন মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে।

বুধবার (২৩ জুন) বিকেলে ৫টায় জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরিসভা শেষে জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান এই ঘোষণা দেন। জেলা প্রশাসক জানান, লকডাউনে জেলায় গণপরিবহন বন্ধ থাকবে। দোকানপাট, মার্কেট, শপিংমল বন্ধ থাকবে। তবে জরুরিসেবা ও কৃষিপণ্য পরিবহন এর আওতামুক্ত থাকবে। 

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বলেন, জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরিসভার সিদ্ধান্ত অনুযায়ী করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় জেলায় লকডাউন দেওয়া হয়েছে। লকডাউন না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে, বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় (২২ জুন-২৩ জুন সকাল) নমুনা পরীক্ষায় নতুন করে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছে তিন জন। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৫২ জনে। মারা গেছেন ৭৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৩ জন। 

বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৮৩৫ জন। 

টুটুল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়