ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

দূরপাল্লার বাসের ধাক্কায় সেতুর রেলিং ভেঙে দুই সপ্তাহ ধরে ঝুলছে

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২১, ২৪ জুন ২০২১   আপডেট: ১০:২৫, ২৪ জুন ২০২১
দূরপাল্লার বাসের ধাক্কায় সেতুর রেলিং ভেঙে দুই সপ্তাহ ধরে ঝুলছে

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে দূরপাল্লার বাসের ধাক্কায় একটি গুরুত্বপূর্ণ সেতুর রেলিং ভেঙে প্রায় দুই সপ্তাহ ধরে ঝুলছে। সওজ কতৃপক্ষ বিষয়টি অবগত থাকলেও দুর্ঘটনাপ্রবণ এই মহাসড়কের গুরুত্বপূর্ণ এই সেতুটি আর মেরামত হয়নি।

স্থানীয়রা জানান, মহাসড়কের এই সেতুর রেলিংটি মেরামত না করলে যে কোন মুহূর্তে বিশেষ করে রাতের বেলায় বড় দুর্ঘটনায় প্রাণহানি হতে পারে।

সওজ কতৃপক্ষ বলছেন, দুর্ঘটনাকবলিত সেতুটির ওই রেলিং বিশেষ ধরনের মেটাল দিয়ে তৈরি হওয়ায় তা সহজলভ্য নয়। তাই মেরামতে বিলম্ব হচ্ছে।

বুধবার (২৩ জুন) বিকেলে সরেজমিনে গেলে ব্যস্ততম ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই বাথুলি স্ট্যান্ড থেকে মানিকগঞ্জ মুখে প্রায় একশ গজ দূরেই কাইস্টাখালী খালের উপর নির্মিত সেতুটির ক্ষতিগ্রস্ত রেলিং নজরে পড়ে।  এর ১০-১২ দিন আগে দুরপাল্লার একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে সেতুটির রেলিং ক্ষতিগ্রস্ত হয় বলে জানায় হাইওয়ে পুলিশ।

ধামরাই উপজেলার বারোবাড়িয়া এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, ‘প্রায় প্রতিদিনই এই মহাসড়ক দিয়ে আমি মোটরসাইকেল নিয়ে যাতায়াত করি। বেশ কয়দিন যাবৎ ওই ব্রিজের রেলিংটি ভাঙা অবস্থায় দেখছি। আবারো যদি কোন গাড়ি আগের মতো এই জায়গায় দুর্ঘটনা পড়ে তাহলে নিশ্চিত সেটা ব্রিজের নিচে পড়ে যাবে।’

গোলরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ’১০-১২ দিন আগে সওজ কর্তৃপক্ষের মাধ্যমে বাথুলি এলাকায় ব্রিজের উপর দুর্ঘটনার খবর পাই।  গিয়ে দেখা যায়, নূরে-কাবা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দিলে সেতুর একপাশের রেলিং পুরোপুরি ভেঙে যায়।  ভাঙা বেশির ভাগ অংশ সেতুর নিচে খালের উপর ঝুলেছিলো। তখন সওজ কতৃপক্ষের উপস্থিতিতে মামলা দায়ের ও জরিমানা করে বাসটি ছেড়ে দেওয়া হয়।’

তিনি বলেন, ‘এই মহাসড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য গাড়ি চলাচল করে। মাঝে মধ্যেই এখানে দুর্ঘটনার খবর পাই আমরা। তাই সেতুটি এখন অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ। যত দ্রুত সম্ভব এটা মেরামত করা উচিত।’

ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার নয়ারহাট শাখার সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ‘সেতুটির ক্ষতিগ্রস্ত রেলিংটা অলরেডি মেরামত করার ঠিকাদার আছে। উনি রেলিংটা মেরামত করে দিবেন। আসলে সেতুর রেলিংয়ে যে পাইপগুলো আমরা ইউজ করি (গারজেল), এটা একটু স্পেশাল। ওগুলো খুব একটা সুলভ না। আমাদের এখানে এটার ডিস্ট্রিবিউটর কম। ঠিকাদার ওইটা নিয়া আসতেছে। আমি তার সাথে কথা বলেছি। আমার মনে হয় ওইটা মেরামত হইতে আর বেশি দিন লাগবে না।’

সাব্বির/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়