Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৬ জুলাই ২০২১ ||  শ্রাবণ ১১ ১৪২৮ ||  ১৩ জিলহজ ১৪৪২

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৮, ২৪ জুন ২০২১   আপডেট: ১০:৫৫, ২৪ জুন ২০২১
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

সীমান্ত জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই উপসর্গ নিয়ে মারা গেছেন।

এনিয়ে, জেলায় এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৩ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্ততঃ ২৯৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ২৯৩ জনের নমুনা পরীক্ষা শেষে ১২২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা মেডিক‌্যাল কলেজ (সামেক) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদা জানান, বর্তমানে মেডিক‌্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ৩৯১ জন করোনা ও করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। এর মধ্যে ৪১ জন পজেটিভ রোগী ও বাকীরা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৮৬ জন। এছাড়া জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৭ জন।

শাহীন/বুলাকী

সর্বশেষ

পাঠকপ্রিয়