ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নোয়াখালীতে আরও ১১৮ জনের করোনা শনাক্ত

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ২৪ জুন ২০২১  
নোয়াখালীতে আরও ১১৮ জনের করোনা শনাক্ত

নোয়াখালীতে  গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

৪১৩ জনের নমুনা পরীক্ষা করে এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ৫৭ শতাংশ।

বৃহস্পতিবার ( ২৩ জুন) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, নতুন আক্রান্তদের মধ্যে ৫৭ জন সদর উপজেলার,সুবর্ণচরে দুইজন,হাতিয়ায় একজন, বেগমগঞ্জের ২৬ জন, সোনাইমুড়ীর দুইজন, চাটখিলের চারজন, সেনবাগ তিনজন, কোম্পানীগঞ্জের আটজন ও কবিরহাটের ১৫ জন রয়েছেন। এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৩৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৯ দশমিক ৪২ শতাংশ। এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দশ হাজার ৫৬৯ জন।

এদিকে, জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কবিরহাটে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩০ জনে। মৃত্যুর হার ১ দশমিক ২৩শতাংশ।

এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৪ জন, সুবর্ণচরে দুই জন, বেগমগঞ্জে ৪৫ জন,সোনাইমুড়ীতে ৮ জন, চাটখিল ১৩ জন, সেনবাগে ১৭ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, কবিরহাটে ১৭ জন।

সুজন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়