ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলছে ১২ ফেরি  

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ২৫ জুন ২০২১   আপডেট: ১১:৩২, ২৫ জুন ২০২১
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলছে ১২ ফেরি  

পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে জরুরি পরিষেবার আওতাধীন যানবাহন পারাপারে ১২টি ফেরি চলাচল করছে।

শুক্রবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি)  আরিচা কার্যালয়ের ডিজিএম মো.জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৫ জুন)  সকাল ৯টা থেকে সাড়ে ১০ পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে রাজধানী ঢাকাসহ নবীনগর, সাভার, আশুলিয়া, গাজীপুর, টঙ্গী যেতে সাধারণ যাত্রীরা আসছেন। লকডাউনে দূর পাল্লার বাস ও গণপরিবহন বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকা থেকে মোটরসাইকেল, সিএনজি ও প্রাইভেটকারে সাধারণ যাত্রীরা কয়েকগুন ভাড়া বেশি দিয়ে তাদের গন্তব্যে যাচ্ছেন। সরাসরি যারা গন্তব্য যাওয়ার যানবাহন পাচ্ছেন না তারা ভেঙ্গে ভেঙ্গে যাচ্ছেন।  পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের দিকে জরুরি পরিষেবার যানবাহন পারাপারের সময় সাধারণ যাত্রীরাও ফেরি পার হচ্ছেন। পাটুরিয়া থেকে দৌলতদিয়ামুখী কয়েকশ জরুরি পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।

ইকবাল হোসেন নামের এক যাত্রী বলেন, ‘জরুরি কাজে গাজীপুর যেতে হচ্ছে। দৌলতদিয়া ঘাটে কয়েকটি গাড়ি পরিবর্তন করে আসতে হয়েছে। পাটুরিয়া ঘাট থেকে সরাসরি গন্তব্যে যাওয়ার যানবাহন নেই।’ 

মোটরসাইকেল চালক ইসমাইল বলেন, ‘লকডাউনে গণপরিবহন ও দূর পাল্লার বাস চলাচল বন্ধ। যারা জরুরি প্রয়োজনে বাইরে আসছেন তাদের গন্তব্যে পৌঁছে দিচ্ছি। এতে তাদেরও গন্তব্যে যাওয়া হচ্ছে, আমাদেরও কিছু আয় হচ্ছে।’ 

ট্রাকচালক লিয়াকত মিয়া বলেন, ‘জরুরি শিশু খাদ্য নিয়ে গোপালগঞ্জ যাচ্ছি। ট্রাকের সিরিয়াল থাকায় দেড় ঘণ্টা যাবত ঘাটে অপেক্ষা করছি।’

বিআইডব্লিটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৪টি ফেরির মধ্যে ১২টি ফেরি চলাচল করছে। এসব ফেরিতে জরুরি পরিষেবার আওতাধীন যানবাহন পারাপার করা হচ্ছে। তবে দৌলতদিয়া ঘাট প্রান্তে পন্টুন মেরামত শুরু হলে ফেরির সংখ্যা কমে যাবে।

চন্দন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়