ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লকডাউনের চতুর্থ দিন, নারায়ণগঞ্জে স্বাস্থ্যবিধি উপেক্ষিত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ২৫ জুন ২০২১   আপডেট: ১৫:০৪, ২৫ জুন ২০২১
লকডাউনের চতুর্থ দিন, নারায়ণগঞ্জে স্বাস্থ্যবিধি উপেক্ষিত

নারায়ণগঞ্জে কঠোর লকডাউনের চতুর্থ দিনে যানবাহনে যাত্রী, চালক ও শহরে চলাচলকারী পথচারীদের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। মাস্ক ছাড়াই চালফেরা করছেন অনেকেই।  

এ দিকে শুক্রবার (২৫ জুন) ছুটির দিনে শহরে লোকসমাগম ও যানবাহনের সংখ্যা অনেকটাই কম।

সব ধরনের মার্কেট দোকানপাট বন্ধ বন্ধ রয়েছে। পুলিশ নারায়ণগঞ্জের ৩০টি চেক পয়েন্টে নজরদারি করছে। পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব মাঠে রয়েছে ২০টি মোবাইল টিম।

তবে সাধারণ মানুষ লকডাউনের নির্দেশ উপেক্ষা করছে। অটোরিকশা ও সিএনজি চালকরা স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যাত্রী বহন করছে।  

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানিয়েছেন, লকডাউন বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আর যারা স্বাস্থ্যবিধি অমান্য করছেন সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ/রাকিব/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়