ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লালমনিরহাটে কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন চলছে

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ২৭ জুন ২০২১  
লালমনিরহাটে কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন চলছে

লালমনিরহাট পৌরসভায় কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন চলছে।  

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে লালমনিরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে কঠোর বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২৬ জুন) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই বিধিনিষেধ চলবে শুক্রবার (২ জুলাই) রাত ১২টা পর্যন্ত।

রোববারও গতকালের মতো শহরে প্রবেশের ৭টি সড়ক বন্ধ রয়েছে। এই সড়কগুলো হচ্ছে- চাঁদনী বাজার মোড়, বিডিআর ক্যান্টিন মোড়, সাকোয়ার মোড়, পুঁটিমারীর দোলা, নয়ারহাট-বানিয়ার দীঘি মোড়, কার্জিটারী মোড় ও ঠাকুরের মাল্লি ব্রিজ।

এর আগে লালমনিরহাট পৌরসভা এলাকায় করোনা সংক্রমণ ও মৃত্যু হার বাড়ায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু জাফর স্বাক্ষরিত জারি করা বিধিনিষেধে বলা হয়, লালমনিরহাট সদর পৌরসভা এলাকায় সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। অতি জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।

জেলা প্রশাসক জানিয়েছেন, কঠোর বিধিনিষেধের প্রথম দিনে ৫৪টি মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৭১৫০ টাকা জরিমানা আদায় করেছেন।  

জেলায় নতুন করে ১০৮ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

ফারুক আলম/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়