ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সাভারে পরিবহন সংকট, পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

সাভার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ২৮ জুন ২০২১   আপডেট: ১০:৪৯, ২৮ জুন ২০২১

ঢাকার সাভারে গণপরিবহন সংকট ও বেশি ভাড়া আদায়ের অভিযোগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

আরও পড়ুন: লকডাউন: সোমবার থেকে চলবে রিকশা, বন্ধ গণপরিবহন

সোমবার (২৮ জুন) সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিওকলোনি এলাকায় সড়ক অবরোধ করে বিভিন্ন পোশাক কারখানার অপেক্ষারত শ্রমিকরা।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

বিক্ষুব্ধ শ্রমিকদের বরাত দিয়ে ওসি সাজ্জাদ করিম জানান, সকালে রেডিওকলোনি এলাকায় দীর্ঘক্ষণ গাড়ি না পেয়ে অপেক্ষায় ছিলেন বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিক। অপেক্ষার পর গাড়ি পেলেও ভাড়া বেশি আদায় করা হচ্ছে। এসময় বিক্ষুব্ধ কয়েকশ শ্রমিকের প্রতিবাদে ঢাকা-আরিচা মহসড়কের রেডিওকলোনি এলাকায় অবস্থান নেয়। শ্রমিকদের বিক্ষোভের কারণে সড়কটিতে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে সাভার থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বোঝালে তারা সড়ক ছেড়ে দেয়।

সাব্বির/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়