ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নারায়ণগঞ্জে মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ২৯ জুন ২০২১   আপডেট: ১১:৪৯, ২৯ জুন ২০২১
নারায়ণগঞ্জে মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু'গ্রুপের সংঘর্ষে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চার জন। 

সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৯টায় চাষাঢ়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানায় পরিদর্শক রাকিবুজ্জামান এ তথ‌্য নিশ্চিত করে জানান, জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। 

স্থানীয়রা বলেন, চাষাঢ়ায় মাদকের স্পটটি পরিচালনা করতো মানিক ও শামীম । সেখানে কয়েকদিন ধরেই মাদক ব্যবসার স্পটটি নিয়ন্ত্রণে নিতে ইসদাইর বুড়ির দোকান এলাকার জুয়েল ও সোহাগ গ্রুপ তাদেরকে মারধর করে। এ নিয়ে তাদের মধ্যে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। রাতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অন্যের ওপর হামলা চালায়। এসময় পাঁচজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে এক যুবকের মৃত্যু হয়।

রাকিব/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়