ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নতুন পানির অভাবে হুমকিতে দেশি মাছের প্রজনন

আল আমিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ২৯ জুন ২০২১   আপডেট: ২০:৪৩, ২৯ জুন ২০২১

বর্ষার এ সময় সুনামগঞ্জের হাওর ও নদীগুলোতে থৈ থৈ পানি থাকার কথা। কিন্তু এই ভরা আষাঢ়েও পানি নেই। তাই নতুন পানির অভাবে দেশীয় নানা প্রজাতির মাছের প্রজনন হুমকির মুখে পড়েছে।

ভারতের মেঘালয় ও বারাক অঞ্চলে এ মৌসুমে এখনও পর্যাপ্ত বৃষ্টিপাত হয়নি। সেখানে অতিবৃষ্টি হলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি দেখা দেয়। সেই পানি অনেকেরই ক্ষতির কারণ। তারপরও সেই পানি মাছ এবং জেলেদের জন্য আশির্বাদই বলা চলে। তাই এ বছর পানি না আসায় মাছের আকাল পড়েছে হাওরাঞ্চলে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব সারা বিশ্বের মতো বাংলাদেশেও পড়েছে। এবার হাওরাঞ্চলে বৃষ্টি বা বন্যা না হওয়ার পিছনে সেটাও একটা বড় কারণ বলে মনে করছেন বিশষজ্ঞরা।

মৎস্য কর্মকর্তারা মনে করছেন, হাওরে অপরিকল্পিতভাবে বাঁধ দেওয়ার কারণেও পানি ঢুকতে পারছে না। ফলে দেশি মাছের প্রজনন হচ্ছে না।

শুরুতে পর্যাপ্ত বৃষ্টি না হলেও বর্ষার শেষের দিকে জেলায় বন্যা পরিস্থিতি হতে পারে বলে জানিয়েছেন পাউবো কর্মকর্তা। 

২০১৯-২০ অর্থবছরে হাওরে এক লক্ষ দুই হাজার ৬০০ মেট্রিক টন মাছের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এবার ধরা হয়েছে এক লক্ষ ৩ হাজার মেট্রিক টন। কিন্তু নতুন পানি না এলে সে লক্ষমাত্রা পূরণ হবে কি না তা নিয়ে শঙ্কা রয়েছে।

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়