ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

মোবাইলের বাক্সে আড়াই হাজার ইয়াবা

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ৩০ জুন ২০২১   আপডেট: ১০:৫০, ৩০ জুন ২০২১
মোবাইলের বাক্সে আড়াই হাজার ইয়াবা

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ২৫৩৬ পিচ ইয়াবাসহ  মালা বেগম (৫০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৩০ জুন)সকালে সান্তাহার ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মালা উপজেলার সান্তাহার পৌর শহরের চা-বাগানের বেলাল হোসেনের স্ত্রী।

এসআই আব্দুল ওয়াদুদ জানান, গ্রেপ্তার মালা বেগম দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ওই নারীর বাড়িতে অভিযান চালিয়ে তার ঘর তল্লাশি করে একটি মোবাইল ফোনের বাক্সে রাখা ২৫৩৬ পিস ইয়াবা জব্দ করা হয়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।

এসআই আরও জানান, গ্রেপ্তার নারীর প্রাথমিক স্বীকারোক্তি অনুয়ায়ী রাতেই ওই নারী ও তার বেয়াইন (মেয়ের শাশুড়ী) একই এলাকার বাসিন্দা মোফাজ্জলের স্ত্রী কাজলী বেগমের নামে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ওই নারীর দাবী, তার বেয়াইন কাজলী এসব ইয়াবা বিক্রির উদ্দেশ্য মঙ্গলবার দুপুরে তার বাড়িতে রেখে যান।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, মালা একজন চিহ্নিত মাদক কারবারি। গোপন সংবাদদের ভিত্তিতে এসপি আলী আশরাফ ভূঞা, আদমদীঘির সার্কেল এসপি নাজরান রউফ ও ওসি জালাল উদ্দীনের নির্দেশনা অনুযায়ী ওই বাড়িতে অভিযান পরিচালনা করে মাদক জব্দসহ তাকে গ্রেপ্তার করা হয়।

তরিকুল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়