ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

হিলি কাস্টমসে রাজস্ব আদায় ৩৯৯ কোটি টাকা 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ৩ জুলাই ২০২১  
হিলি কাস্টমসে রাজস্ব আদায় ৩৯৯ কোটি টাকা 

দিনাজপুরের হিলি কাস্টমসকে ২০২০-২১ অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এমবিআর) বেধে দেওয়া লক্ষ্যমাত্রা ছিলো ৩১২ কোটি টাকা। এই সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এই অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে ৩৯৯ কোটি ২৬ লাখ ৩২ হাজার টাকা।

শনিবার (৩ জুলাই) দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার কামরুল ইসলাম।

ডেপুটি কমিশনার রাইজিংবিডিকে জানান, গত ২০১৯-২০ অর্থ বছরে হিলি কাস্টমসে রাজস্ব আদায় হয়েছিল ২৩০ কোটি টাকা। আর ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে ৩৯৯ কোটি ২৬ লাখ ৩২ হাজার টাকা। এঅর্থ বছরে সরকারের লক্ষ্য মাত্রা ছিলো ৩১২ কোটি টাকা।

গত জুন মাসে হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে ১ লাখ ২৩ হাজার ১১৩ মেট্রিকটন। যা থেকে গত এক মাসে রাজস্ব আদায় হয়েছে ২৮ কোটি ৭৭ লাখ ৯৭ হাজার টাকা।

ডেপুটি কমিশনার আরও জানান, দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ ও লকডাউন চলমান রয়েছে। এর মধ্যেও অন্যান্য অর্থ বছরের চেয়েও এই বন্দরে সরকারি রাজস্ব অনেক বৃদ্ধি পেয়েছে। সরকারি রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি আগামীতে আরও রাজস্ব বৃদ্ধি পাবে।

মোসলেম/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়