ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তিন ভাইকে গুলি, দুই রোহিঙ্গা আটক

কক্সবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৫, ৩ জুলাই ২০২১  
তিন ভাইকে গুলি, দুই রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে স্থানীয় তিন ভাইয়ের উপর হামলাকারী দুই রোহিঙ্গাকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটককৃতরা হলেন, জাদিমোড়া ২৭ নম্বর ক্যাম্পের ৮ নম্বর ব্লকের বাসিন্দা মৃত বশরের ছেলে ফজল হক (৫০) ও একই ক্যাম্পের মোহাম্মদ জামালের স্ত্রী হামিদা খাতুন (২৫)। 

শনিবার (৩ জুলাই) দুপুরে টেকনাফের জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর ব্লক থেকে তাদের আটক করা হয়।

গত বুধবার (৩০ জুন) রাত ৩টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্পের (নেচার পার্ক উত্তর)  সি/৮ ব্লক এলাকার  হাবিব উল্লাহর বাড়িতে হামলা চালিয়ে তিন ভাইকে গুলিবিদ্ধ করে তারা।

পরে টেকনাফ থানায় হাবিব উল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেন যার নং- ৯২/৫২১। মামলার অন্যতম আসামী ফজল ও হামিদা। এছাড়াও ফজল ক্যাম্পে অপরাধ, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে এপিবিএন কর্মকর্তারা জানান।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক তারিকুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের তিন সদস্যের উপর হামলা ও গুলিবর্ষণের ঘটনার মামলার দুই আসামীকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।

কক্সবাজার/তারেকুর/এমএম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়