ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনায় দিনাজপুরে এক মাসে ৪৩ মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ৮ জুলাই ২০২১   আপডেট: ০৯:০৭, ৮ জুলাই ২০২১
করোনায় দিনাজপুরে এক মাসে ৪৩ মৃত্যু

দিনাজপুর জেলায় গত জুন মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ জন। এর মধ্যে পুরুষ ৩০ জন এবং নারী ১৩ জন।

বুধবার (৭ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন মোহাম্মদ আবদুল কুদ্দুস।

তিনি জানান, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত জুন মাসে এই ৪৩ জন মৃত্যুবরণ করেছেন।

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এই ৪৩ জনের মধ্যে রয়েছেন ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ১৪ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্যে ৬ জন এবং ৮১ থেকে ১০০ বছর বয়সের মধ্যে ৪ জন।

মোসলেম/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়