ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিলেট বিভাগে শনাক্তের হার ৪৩ শতাংশ  

নিজস্ব প্রতিবেদক, সিলেট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ৯ জুলাই ২০২১  
সিলেট বিভাগে শনাক্তের হার ৪৩ শতাংশ  

দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভাগ সিলেটে মহামারি করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এ বিভাগে প্রতিদিনই ভাঙছে শনাক্তের রেকর্ড। সবশেষ শুক্রবার (০৯ জুলাই) সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪৪২ জনকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৪৩ দশমিক ১২ শতাংশ।

একদিনে ৪৪২ জন এখন পর্যন্ত এ বিভাগে সর্বোচ্চ শনাক্ত। এর আগে বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৮৯ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে করোনা সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত বিভাগের চার জেলায় মোট ২৮ হাজার ৮৪৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। 

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জনই সিলেট জেলার, আর একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। সবমিলিয়ে এ পর্যন্ত বিভাগের চার জেলায় মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৫১১ জনের মৃত্যু হলো।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩৬ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২৪ হাজার ৬১৪ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের চার ল্যাবে ১০২৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৪২ জনের পজিটিভ শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৪৩ দশমিক ১২ শতাংশ। এর মধ্যে সিলেট জেলায় ৫৬৬ জনের নমুনা শনাক্তে ২৭৩ জনের পজিটিভ আসে, শনাক্তের হার ৪৮ দশমিক ২৩ শতাংশ; সুনামগঞ্জে ১৯২ জনের মধ্যে ৫৬ জনের পজিটিভ আসে, শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ। হবিগঞ্জে ১৩০ জনের মধ্যে ৪৬ জনের পজিটিভ আসে, শনাক্তের হার ৩৫ দশমিক ৩৮ শতাংশ এবং মৌলভীবাজারের ১৩৭ নমুনার মধ্যে ৬৭ নমুনা পজিটিভ আসে, সেখানে শনাক্তের হার ৪৮ দশমিক ৯১ শতাংশ।

শনাক্তের পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে। হাসপাতালে আইসিইউ শয্যার জন্য হাহাকার চলছে, রয়েছে অক্সিজেনের ঘাটতির শঙ্কাও। গত ২৪ ঘণ্টায় বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। সবমিলিয়ে বর্তমানে হাসপাতালে ৫৫১ জন করোনা পজিটিভ নিয়ে ভর্তি আছেন। আর বাকি অ্যাকটিভ রোগী নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া।

স্বাস্থ্যবিভাগ সংশ্লিষ্টরা বলছেন, সিলেটের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজন স্বাস্থ্যবিধি মানসহ সার্বিক সচেনতা। এজন্য বাধ্যতামূলক মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলাসহ অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শও দেন তারা।

করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটও আছেন মাঠে। মহানগরজুড়ে অর্ধশতাধিক ভ্রাম্যমাণ আদালতের টিম মাঠে আছেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বিএম আশরাফ উল্যাহ তাহের।

নোমান/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়