ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঝিনাইদহে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ মৃত্যু

ঝিনাইদহ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ১০ জুলাই ২০২১  
ঝিনাইদহে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ মৃত্যু

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জন ও ৩ জন উপসর্গসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে ১৬৬টি নমুনা পরীক্ষা করে ৩১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১৮.৬৭ শতাংশ।

শনিবার (১০ জুলাই) সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বিষয়টি জানিয়েছেন।

সিভিল সার্জন জানান, শনিবার সকালে গেল ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ল্যাব থেকে ১৬৬টি নমুনার মধ্যে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৯ জন, হরিণাকুন্ডুতে ৬ জন, কালীগঞ্জে ১২ জন, কোটচাদপুরে ৪ জন আছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৫১৩ জনে। বর্তমানে করোনা ইউনিটে ভর্তি আছেন ৯৬ জন।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর রশিদ জানান, শনিবারে কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জন ও লক্ষণ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের সবার বাড়ি সদর ও শৈলকুপা উপজেলায়। ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে তাদের দাফন করা হবে।

রাজিব/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়