ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ভারত থেকে ক্যাপসিক্যাম আমদানির আড়ালে আসছে অন্যকিছু

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ১১ জুলাই ২০২১   আপডেট: ১১:৪৫, ১১ জুলাই ২০২১
ভারত থেকে ক্যাপসিক্যাম আমদানির আড়ালে আসছে অন্যকিছু

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে ক্যাপসিকাম আমদানির আড়ালে আসছে বিভিন্ন ব্রান্ডের স্মার্ট মোবাইল ফোন, বিদেশি সিগারেট, নেশা জাতীয় ওষুধ ও শাড়ি-থ্রিপিস।

শনিবার (১১ জুলাই) বিকালে শুল্ক গোয়েন্দা সংস্থার একটি দল এই অভিযান চালালে ভোমরা স্থলবন্দরে এ ঘটনা ধরা পড়ে।

ভোমরা স্থলবন্দরে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা আমির মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মামুন এন্টারপ্রাইজ নামের সিঅ্যান্ডএফ এজেন্ট ভারত থেকে ক্যাপসিকাম এনে এই বন্দরে খালাস করাচ্ছিল। ভারতীয় ওই ট্রাকে ছিল ৮১ কার্টুন ক্যাপসিকাম। কার্টুন খুলে বেশ কিছু পরিমান ওষুধ ও ৩১২টি ভারতীয় মোবাইল সেট, শাড়ি ও থ্রিপিস পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

শাহীন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়