ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বগুড়ায় এক দিনে মারা গেলেন আরও ১৭ জন 

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ১১ জুলাই ২০২১   আপডেট: ১৩:১৫, ১১ জুলাই ২০২১
বগুড়ায় এক দিনে মারা গেলেন আরও ১৭ জন 

করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় বগুড়ায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১১ জুলাই) বেলা ১১টায় অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। 

তিনি জানান, মারা যাওয়া ১৪ জনের মধ‌্যে ৭ জনের করোনা পজিটিভ ছিলো। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৮৩ জনের। সুস্থ হয়েছেন ৮৫ জন। 

ডা. তুহিন আরও জানান, ২৪ ঘণ্টায় জেলায় ৪৮৭টি নমুনা পরীক্ষা করে ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রন্তের হার ৩৭ দশমিক ৫৭ শতাংশ। জেলায় এখন পর্যন্ত মোট ১৫ হাজার ৭০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৫৩৫ জন। মারা গেছেন ৪৬৭ জন। চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৭০৫ জন। 

এনাম আহমেদ/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়