ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগে ২ জনের জরিমানা

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ১২ জুলাই ২০২১   আপডেট: ০৮:৫৯, ১২ জুলাই ২০২১
নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগে ২ জনের জরিমানা

নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগে পাবনা শহরে আড়তদার এবং মাছ বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাছ জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়।

রোববার (১১ জুলাই) শহরের মাছুম বাজারে জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করেন।

মোহাম্মদ আবুল হাছনাত জানান, লকডাউনে বাজার তদারকি করতে গিয়ে মাছুম বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করতে দেখা যায়। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আড়তদার রনি হোসেনকে (২২) পাঁচ হাজার টাকা এবং মাছ বিক্রেতা আব্দুর রউফকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া ওই মাছ জব্দ করে মাটিতে পুতে বিনষ্ট করা হয়। অভিযানে জেলা মৎস্য কার্যালয়ের মাঠ সহকারী মিজানুর রহমান এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শাহীন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়