ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গাজীপুরে প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ১২ জুলাই ২০২১   আপডেট: ১১:৫২, ১২ জুলাই ২০২১
গাজীপুরে প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের কোনাবাড়িতে একটি প্যাকেজিং কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (১২ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে মহানগরের কোনাবাড়ী হরিনাচালা এলাকায় অবস্থিত ইমন প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ নামের কারখানায় এ আগুন লাগে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ জানান, ভোর সোয়া ৪টার দিকে কোনাবাড়ী পারিজাত হরিনাচালা এলাকায় ইমন প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ নামের কারখানায় আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে তিনি জানতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

কারখানাটির মালিক ইসমাইল হোসেন জানান, আগুনে কাগজের রোল, কার্টন ও যন্ত্র পুড়ে গেছে। এতে তার প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

রফিক/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়