ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সাতক্ষীরায় করোনা ও উপসর্গ নিয়ে ৯ মৃত্যু 

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ১৪ জুলাই ২০২১   আপডেট: ১১:০৭, ১৪ জুলাই ২০২১
সাতক্ষীরায় করোনা ও উপসর্গ নিয়ে ৯ মৃত্যু 

সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার কিছুটা কমলেও মৃত্যুর হার যেন কিছুতেই কমছে না। জেলায় গত একদিনে করোনায় একজনসহ উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

এনিয়ে, জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৪৪৫ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮০ জন।

বুধবার (১৪ জুলাই) সকালে সাতক্ষীরা মেডিক্যাল কলেজের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার জানান, এ পর্যন্ত সাতক্ষীরায় করোনা রোগীর সংখ্যা চার হাজার ৫৭৭ জন। জেলায় সুস্থ হয়েছেন তিন হাজার ২৮০ জন। বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার ২৬৯ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৬৯ জন। এদের মধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজের (সামেক) করোনা রোগীর সংখ্যা ১৯ জন ও বেসরকারি হাসপাতালে ১৬ জন ভর্তি আছেন। হোম আইসোলেশনে আছেন ১ হাজার ১৮৫ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ২৫০ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত করোনা প্রতিরোধে সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন। 

শাহীন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়