ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নারী আটক  

কক্সবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ১৫ জুলাই ২০২১  
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নারী আটক  

মিয়ানমার থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা নারীকে আটক করেছে কক্সবাজারের উখিয়া ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

বুধবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক এসপি নাঈমুল হক।

আটক রোহিঙ্গা নারী মিয়ানমারের মংডু খাড়িপাড়ার মো. সালামের মেয়ে আসমা বিবি (১৬)।

এসপি নাঈমুল হক জানান, বুধবারে বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওয়ালা পালং পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প ২০-এক্স, ব্লক নম্বর- এস-২ বি-৩ এর ব্লক মাঝি আহম্মদ শাহ এর নিজ শেডে অভিযান চালিয়ে তার স্ত্রীর বোনের মেয়ে আসমা বিবি (১৬) আটক করা হয়। তিনি মিয়ানমার থেকে এক মাস আগে চিকিৎসার জন্য আহম্মদ শাহ’র শেডে আসেন।

এ সময় নারী পুলিশ দিয়ে আসমা বিবিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি আহম্মদ শাহ মাঝিকে তার খালু বলে পরিচয় দেন এবং চিকিৎসার জন্য মিয়ানমার থেকে অবৈধ পন্থায় বাংলাদেশে এসেছেন বলে জানান।

নাঈমুল হক আরও জানান, এ বিষয়ে আহম্মদ শাহ মাঝি ও আসমা বিবি উভয়কে ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কাছে নিয়ে গেলে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে আটক আসমা বিবিকে কুতুপালংয়ের ট্রানজিট ক্যাম্পে ওই মাঝির জিম্মায় বৃহস্পতিবার হস্তান্তর হয়।

তারেকুর/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়