ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

দৌলতদিয়া ঘাটে ৭ কিলোমিটার যানজট 

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১৫ জুলাই ২০২১   আপডেট: ১২:৫৫, ১৫ জুলাই ২০২১
দৌলতদিয়া ঘাটে ৭ কিলোমিটার যানজট 

লকডাউন শিথিলের ১ম দিনেই দৌলতদিয়া ফেরিঘাটের ৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক ফিরোজ শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

উপ-মহাব্যবস্থাপক ফিরোজ শেখ জানান, একটানা ১৪ দিনের লকডাউন শেষে বৃহস্পতিবার সকাল থেকে লঞ্চ ও গণপরিবহন চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। আজ  সকাল থেকে এই রুটে ছোট-বড় মিলে ১৫ ফেরি চলাচল করছে। এর পরেও ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় ৭ কিলোমিটার এলাকা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। পশুবাহী ট্রাকের চাপের কারণে ফেরি পারাপারের যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়েছে।

উপ-মহাব্যবস্থাপক আরও জানান, এতে যাত্রী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ও গরমে পশুবাহী ট্রাকগুলোতে থাকা পশু ও ব্যবসায়ীরা পড়েছেন চরম ভোগান্তিতে। এতে ট্রাকে থাকা পশুগুলোও অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মাগুরা থেকে ঢাকাগামী শরীফ সরদার নামে এক গরু ব্যবসায়ী জানান, তিনি বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টা থেকে ঘাট এলাকায় এসে বসে আছেন। এখনো ফেরিতে উঠতে পারেননি আর তীব্র গরমে গরুগুলোও অসুস্থ হয়ে যাচ্ছে।গরুগুলোর হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে।

সুকান্ত/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়